মুজিব শতবর্ষ উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় দাউদখালীর রাজারহাটের ৪ তলা বিশিষ্ট আধুনিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে রাজারহাট শহীদ বাচ্চু মাধ্যমিক স্কুল ভবনটি।
জানা গেছে, পিরোজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২০২০-২১ অর্থ বছরে ৩ কোটি ১৫ লাখ ৪ হাজার টাকা ব্যয়ে দাউদখালীর রাজার শহীদ বাচ্চু মাধ্যমিক ৪ তলা বিশিষ্ট স্কুল ভবন সম্প্রতি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। মেসার্স ইফতি ট্রেডার্স নামে ঠিকাদারী প্রতিষ্ঠান এ ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করেন। ভবনটিতে রয়েছে ১২ টি ওয়াশ রুম ও আধুনিক সিড়ি সম্পন্ন বিশেষ সুবিধা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহির খান বলেন, আধুনিক এ স্কুলটি ভবনটি নির্মানের ফলে কক্ষ সংকট দূর হয়েছে। শিক্ষার্থীরাও এখন অনেক স্বাচ্ছন্দে ক্লাস করতে পারবে। আধুনিক দৃৃষ্টি নন্দন এ স্কুল ভবনটি নির্মাণ হওয়ায় এলাকাবাসীও সন্তোষ প্রকাশ করেন। তিনি স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে আরও জানান, আধুনিক এ স্কুল ভবনটি নির্মাণ হওয়ায় এলাকার সুনাম বেড়েছে। এলাকাবাসী শিক্ষাবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজিকে ধন্যবাদ জানিয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অলী আহাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব শতবর্ষে উপহার স্বরূপ সারাদেশের স্কুল ভবনগুলো আধুনিকায়ন করছেন। সেই ধারাবাহিকতায় এ ভবনটি আধুনিক ভবন করা হয়েছে। প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে নিরলসভাবে কাজ করছেন। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে নবনির্মিত আধুনিক এ স্কুল ভবনটি উদ্বোধন করা হবে।