ইন্দুরকানীতে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার টগড়া মোড় থেকে তাদের গ্রেফতার করে।
আটক ২ জন সেউতিবাড়ীয়া গ্রামের মোঃ মাহামুদ হাওলাদারের ছেলে মোঃ রাব্বি হাওলাদার (২৫) ও মোঃ ছালাম সরদারের ছেলে শহিদুল সরদার। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়েরকৃত একটি মামলায় আটক দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক জানান, ২কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রনে এ অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।