পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের অব্যাহত বিশেষ অভিযানে এক নারীসহ ৭ জন গ্রেপ্তার হয়েছে। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত এ সাত আসামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১৪ জুলাই) আদালতে সোপর্দ করা করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ছোট মাছুয়া গ্রামের কবির হোসেনের স্ত্রী পাখিনুর বেগম. ছেলে রাজু মিয়া, রাজপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে মর্তুজা, দক্ষিণ মিঠাখালী গ্রামের খলিলুর রহমানের ছেলে সুমন মীর, ভেচকি গ্রামের আজিজ খানের ছেলে ফারুক খান, ধানীসাফা গ্রামের বাদশা মল্লিকের ছেলে সুজন ও হারজী নলবুনিয়া গ্রামের মজিদ জমাদ্দারের ছেলে মাইনুল ইসলাম।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, ওয়ারেন্ট তামিল ও পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারীসহ ৭জন আসামী গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল মসাজিস্টেট আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন এ অভিযান অব্যাহত থাকবে।