পিরোজপুরের ইন্দুরকানীতে কাপড় ব্যবসায়ীকে অজ্ঞান করে সর্বস্ব লুট। রোববার (১৭ জুলাই) সকাল ৯টায় উপজেলার চাড়খালী চৌরাস্তা এলাকা থেকে কাপড় ব্যবসায়ী মো. মাহমুদ মিয়া (৩৪) কে পুলিশ অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। পরে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে।
কাপড় ব্যবসায়ী মাহমুদ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার আলফা গ্রামের আবু সাঈদের ছেলে। সে পিরোজপুর ও ইন্দুরকানী এলাকায় ফেরী করে শাড়ী কাপড় বিক্রি করত।
হাসপাতালে ভর্তির পর জ্ঞান ফিরলে কাপড় ব্যবসায়ী মাহমুদ জানান, পিরোজপুরের শামীম নামে এক ব্যক্তি বন্ধু পরিচয়ে শনিবার রাতে ঘুরতে এসে রুটি খাওয়ালে সে অসুস্থ হয়ে পড়ে। পরে কখন তার জ্ঞান হারিয়ে ফেলে সে বলতে পারে না। তার সাথে থাকা মোবাইল ফোন ও টাকা নিয়ে যায়।
ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, কাপড় ব্যবসায়ীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং তাদের স্বজনদের খবর দেয়া হয়েছে।