পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডর মুনাফা বেড়েছে আর কমেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের। কোম্পানি দুটির তৃতীয় প্রান্তিক অর্থাৎ চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এ চিত্র উঠে এসেছে। বুধবার (২০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসইর তথ্য মতে, তৃতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে পুঁজিবাজার তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিং লিমিটেডের। কোম্পানির তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি থেকে ৩১ মার্চ) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩০ পয়সা। যা ২০২১ সালের একই সময়ে ছিল ১ টাকা ২ পয়সা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে আগের বছরের চেয়ে ২৮ পয়সা করে মুনাফা বেড়েছে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের।
এদিকে একই সময়ে অর্থাৎ তৃতীয় প্রান্তিকে সিঙ্গারের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯১ পয়সা। যা আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৮১ পয়সা। অর্থাৎ ইপিএস আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা কমেছে ৮৯ দশমিক ১৯ পয়সা। তাতে গত ৩১ মার্চ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৪ টাকা ৯৮ পয়সা।
তাতে গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭২ টাকা ৭৬ পয়সা।