২০০৫ সাল থেকে দুই পায়ের হাটুর নিচ থেকে মাংস শুকিয়ে যাচ্ছে মোস্তাকিমের। মোস্তাকিম ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এম.এ (২০১৯-২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাসা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায়। বাবা পেশায় দিনমজুর হওয়ায় বাহিরে চিকিৎসা করার মতো পর্যাপ্ত অর্থ নেই বলে জানান তিনি।
গত ১৭ বছর যাবত প্রচন্ড যন্ত্রণা ও হাটুর কষ্ট নিয়ে জীবন যাপন করতে হচ্ছে তার। প্রথম অবস্থাতে কিছুটা সুস্থ হলেও গত ৬ মাস যাবত এই সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। ফলে চলাফেরা করা দুর্বিষহ হয়ে পড়েছে। স্বাস্থ্যের অবনতি হওয়ায় রংপুর, বগুড়া সহ আশেপাশের কিছু জেলায় চিকিৎসা নেন তিনি। পরে তিনি “সি এম সি মেডিকেল হসপিটাল, ভেলোর, ভারতের” চিকিৎসকদের সাথে কথা ও পরমর্শ নেন। পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য তার ৮ লক্ষ টাকা লাগবে বলে জানান তারা। বর্তমানে প্রতিদিন চিকিৎসা বাবদ অনেক টাকা ব্যয় হচ্ছে তার। যার ফলে অর্থ সংকট এবং শারীরিক দুর্বলতার কারণে অপারেশন করানো সম্ভব হচ্ছে না।
মোস্তাকিম বলেন, আমার বর্তমান পায়ের অবস্থা আগের তুলনায় দিন দিন অনেকটা অবনতি হয়েছে। এখন এতটাই অবনতি হয়েছে যে ব্যথার ঔষধ না খেলে ঘুম এবং চলাফেরা কোনটায় আর সম্ভব হচ্ছে না। তাই সবার কাছে আমার আকুল আবেদন আমি আমার এই কষ্টের জীবন থেকে মুক্তি পেতে চাই সবার দোয়া ও সাহায্য সহযোগিতার মাধ্যমে।
চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারিসহ সমাজের বিত্তশালীদের সহায়তা চায় তার পরিবার।
সাহায্য পাঠানোর ঠিকানা :
মোস্তাকিম রাজ (ব্যক্তিগত নাম্বার)
বিকাশ : 01517-192042
রকেট: 01741-320825+3
নগদ: 01741-320825