নীলফামারীর ডিমলা উপজেলা পাগলপাড়া গোরিং এলাকায় তিস্তা নদীতে জেলেদের বরশিতে ধরা পড়ল ৯২ কেজি ওজনের আইড় মাছ। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে কয়েকজন জেলে তিস্তা নদীতে মাছ ধরতে যায়। কয়েকবার বরশি টেনে মাছ ধরতে না পেয়ে হতাশ হয়ে পরেন। পরে পুনরায় বরশি টানা শুরু করলে কিছুক্ষণ পরেই এই মাছটি ধরা পড়ে।
ডিমলা উপজেলার ডালিয়া ২নং বাজারে মাছটি নিয়ে গেলে ১ লাখ ১০ হাজার টাকায় খেলাসু নামের এক মাছ ব্যবসায়ী সেটি কিনে নেন। তারপরে তিনি নীলফামারী জেলা সদরে মাছটি বিক্রির জন্য পাঠিয়ে দেয়।
আব্দুস সবুর নামে একব্যক্তি জানান, মাছটি জালাল উদ্দিন নামের এক জেলের বড়শিতে ধরা পরে। আমরা তিস্তা পারের মানুষ অনেক খুশি। সাধারণত নদীতে সহজে এতো বড় মাছ ধরা পড়ে না।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।