ঢাকাশনিবার, ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৩
আজকের সর্বশেষ সবখবর

মায়ের অভিযোগের পর সেই মাদকাসক্ত ছেলেকে আটক করেছে পুলিশ

গাইবান্ধা প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ
পঠিত: 39 বার
Link Copied!

গাইবান্ধায় মায়ের অভিযোগের পর সেই মাদকাসক্ত ছেলে আল আমিনকে (২২) আটক করেছে ফুলছড়ি থানা পুলিশ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে পশ্চিম উদাখালি গ্রা‌ম থেকে গাঁজা সেবন করা অবস্থায় তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের জেলসহ ৫শ টাকা জরিমানা করেন ফুলছ‌ড়ি উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আ‌নিসুর রহমান। এর আগে গত ৩০ জানুয়ারি ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ছেলে আল আমিনকে হাজতে রাখতে লিখিত অভিযোগ করেন মা আলেতন বেগম। তিনি উপজেলার উদাখালি ইউনিয়নে পশ্চিউদাখালী গ্রামের আব্দুল মান্নান মিয়ার স্ত্রী।

আরও পড়ুন: ছে‌লেকে হাজতে দিতে ইউএ‌নও’র কাছে মায়ের আবেদন

অভিযোগে মা আলেতন বেগম বলেন, ঢাকায় ইটভাটাতে কাজ করে ছেলে আল আমিনকে এসএসসি পর্যন্ত পড়ালেখা করাইছি। ভালো ও সুন্দর মে‌য়ে দেখে বি‌য়েও দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ এলাকার নেশাগ্রস্ত ছে‌লে‌দের সঙ্গে ঘু‌রে আল আমিন এখন নেশা করা ছাড়া থাকতে পারে না। গাঁজা খেয়ে বউকে অত্যাচার করার কারণে আল আমিনের সংসার ভেঙে গেছে। ঋণ নিয়ে ওর বউকে বিদায় করতে হয়েছে।

এসব কথা বলে হাউমাউ করে কেঁদে ও‌ঠেন মা আলেতন বেগম। তিনি আরও বলেন, এক সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত আমার আল আমিন। ওর নেশার টাকা জোগাড় করতে ৭০ বছর বয়সী আমার বৃদ্ধ স্বামী আজও কামলা (কৃষাণ) দেয়। নেশার টাকা না দিতে পারলে আমাদেরকে আলামিন মারধর করে। আমরা ওর অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছি। তাই ওকে ভালো করার জন্য জেল হাজতে দিতে চাই। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই।

ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, মাদকাসক্ত আল আমিন বাড়িতে গাঁজা সেবন করছিল। স্থানীয়দের খবরে ফুলছড়ি থানা পুলিশ গাঁজা সেবন অবস্থায় তাকে আটক করে। তাকে হাজতে রাখতে গত দুই দিন আগে তার মা ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও করেছিলেন। তাকে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।