পিরোজপুর জেলা মুছলিহীনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে মুছলিহীন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মুসলিহীনের নির্বাহী সভাপতি প্রফেসর আলহাজ্ব আব্দুল জলিল আকন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম সোহেল বিল্লাহ কাজল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন নেছারাবাদ দরবার শরীফের কেন্দ্রীয় মোবাল্লীগ হযরত মাওলানা মোঃ বেলাল হোসাইন। তিনি বলেন, রোজা এমন এক সার্বজনীন ইবাদত, যা রোজাদারকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ প্রভৃতি থেকে রক্ষা করে। এ রোজা একজন মানুষকে দান করে ধর্মীয় মূল্যবোধ, নীতি-নৈতিকতা, অন্তরের পবিত্রতা ও চিন্তধারার বিশুদ্ধতা।
এসময় আরো উপস্থিত ছিলেন মুছলিহীন পিরোজপুর জেলা শাখার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।