পিরোজপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আ. জা. মো. মাসুদুজ্জামান মিলু। তিনি পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে কর্মরত আছেন।
মঙ্গলবার (৩১ মে) জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইদুর রহমানের কাছ থেকে গত এপ্রিল মাসের সেবা প্রদানে জেলাব্যাপী শ্রেষ্ঠ হিসাবে তিনি এই সম্মাননা পুরস্কার গ্রহন করেন। এইদিন দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এ পুরস্কার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. আজাদসহ পুলিশ কর্মকর্তারা। এর আগে তিনি বরিশাল বিভাগে ৩ বার ও মঠবাড়িয়া উপজেলায় ৩ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।
ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান মিলু গত বছরের ৬ মে পিরোজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেন। এর পর থেকে মাদক, জুয়া, সন্ত্রাস ও বাল্যবিয়ে বন্ধ করতে ব্যাপক ভূমিকা পালন করেছেন।
এ ব্যাপারে ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান মিলু জানান, পুলিশ সুপার (এসপি) স্যারের নির্দেশ মোতাবেক আমি আমার উপর দেয়া জনগনের সেবার দায়িত্ব ও কর্তব্য পালনের চেষ্টা করেছি।